এল. আর. গ্রুপের চেয়ারম্যানের দাফন সম্পন্ন
লতিফ সিকিউরিটিজের কর্ণধার, এল. আর. গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ জামদানি অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব আলহাজ আব্দুল লতিফ মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার চৌরাস্তা এলাকার বালুর মাঠে জানাজা হয়।
জানাজায় অংশ নেন বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শেষে খালপাড় বরাবো কবরস্থানে আব্দুল লতিফকে দাফন করা হয়।
আব্দুল লতিফ মিয়া এনটিভির সাবেক পরিচালক ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদলের বাবা।
আব্দুল লতিফ মিয়া মালয়েশিয়ার কেপিজে আমপাং পুতেরি বিশেষায়িত হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ মার্চ সেখানে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।