এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রিচেষ্টার অভিযোগে আটক ১

Looks like you've blocked notifications!
ফাঁসের নামে ভুয়া প্রশ্নপত্র বিক্রির চেষ্টার অভিযোগে শেরপুরে আটক শাওন। ছবি : এনটিভি

ফাঁসের নামে ভুয়া প্রশ্নপত্র বিক্রির চেষ্টার অভিযোগে শেরপুরে এক তরুণকে আটক করেছে র‌্যাব-১৪-এর একটি দল। গতকাল রোববার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের চাপাতলি বড় মসজিদ এলাকা থেকে শাওন (১৮) নামের ওই তরুণকে আটক করা হয়।

আটক শাওন শহরের চাপাতলি মহল্লার বাসিন্দা।

ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি-১-এর অধিনায়ক তোফায়েল আহমেদ মিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সাইবার অপরাধীদের একটি চক্র এসএসসি পরীক্ষা সামনে রেখে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে তা বিক্রির চেষ্টা করে আসছিলেন। ইতোমধ্যে তারা সামাজিক মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।

এমন খবরের ভিত্তিতেই গতকাল সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ সময় শাওনকে প্রশ্ন ফাঁসের মতো অপরাধের কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করা হয়।

আটক শাওন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন।