এসি বিস্ফোরণে ঘরে আগুন, সাংবাদিকের ছেলের মৃত্যু

Looks like you've blocked notifications!
স্বপ্নিল আহমেদ পিয়াস। ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডার আফতাবনগরে বাসার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম স্বপ্নিল আহমেদ পিয়াস (২৬)।

আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টায় আফতাবনগরের বি ব্লকের ৩ নম্বর রোডের ৪৪/৪৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

পিয়াস একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তিনি গ্লোবাল টিভির সাংবাদিক ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে।

পাশের বাসার ভাড়াটিয়া নজরুল ইসলাম পিন্টু জানান, আফতাবনগরের ওই বাসার ১০ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও ছেলে নিয়ে থাকেন নান্নু। ভোরে বৈদ্যুতিক গোলযোগের কারণে পিয়াসের রুমে এসিতে আগুন লাগে। পরে তাঁর রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে চারটি ইউনিট সকাল ৬টার দিকে আগুন নিভিয়ে ফেলে। পরে রুমের ভেতর থেকে পিয়াসের মৃতদেহ উদ্ধার করে তারা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, আগুন নেভাতে পড়ে গিয়ে পিয়াসের বাবা মোয়াজ্জেম হোসেন নান্নু মাথায় সামান্য আঘাত পেয়েছেন। ধোঁয়ায় নান্নুর শ্বাসকষ্ট হচ্ছিল। তবে তিনি এখন সুস্থ আছেন। পিয়াসের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।