‘এ সরকারের আমলেই মেঘনা সেতুর উদ্বোধন করা হবে’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/28/shariatpur-minister-pic-1.jpg)
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘পদ্মা সেতুর রেললাইনের সঙ্গে শরীয়তপুরকেও সংযুক্ত করা হবে। পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের সঙ্গে শরীয়তপুরের চার লেন সড়ক নির্মাণের কাজ খুব শিগগির শুরু করা হবে। এ সরকারের আমলেই ইনশাআল্লাহ মেঘনা সেতুরও উদ্বোধন করা হবে।’
আজ শুক্রবার দুপুরে নড়িয়া-জাজিরা সড়কের নড়িয়া পৌরসভা বাজার অংশের ৩৯০ মিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পানিসম্পদ উপমন্ত্রী এ এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ‘পদ্মা নদীর ভাঙন রোধে বাঁধের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালে পদ্মার ভাঙনে পাঁচ হাজার পরিবার গৃহহীন হয়েছিল। গত বছর পদ্মা নদীর ভাঙন আমরা ঠেকাতে পেরেছি। বর্ষা মৌসুমের শেষের দিকে ১০টি বাড়ি হঠাৎ ভাঙনের কবলে পড়েছিল। এ বছর নদী ভরাট করে ওই জমি ভাঙনকবলিতদের মধ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভাঙন রোধে নড়িয়াসহ জেলায় নতুন আরো দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে পদ্মা তীরের মানুষ ভাঙনের কবলে পড়ে ভিটেবাড়ি না হারায়।’
এর আগে তিনি পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজি, উপজেলা প্রকৌশলী মো. শাহবউদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাচান আলী রাঢ়ী, সাধারণ সম্পাদক হাছানুজ্জামান খোকনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।