ঐক্য না থাকলে তৃতীয় শক্তি রাজনীতি দখল করবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন—যারা রাজনীতি করেন, তাদের মধ্যে ঐক্য থাকতে হবে। ঐক্য না থাকলে তৃতীয় শক্তি রাজনীতি দখল করবে।
আজ শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদেরকে পরিচ্ছন্ন রাজনীতি করার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘পেছন দরজা দিয়ে রাজনীতি করা, ক্ষমতায় আসা আর চলবে না। এতে আপনাদের, দেশের, জনগণের ক্ষতি হবে।’
বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, আমরা রাজনীতি করি উন্নয়নের জন্য। শেখ হাসিনা রাজনীতি করে উন্নয়নের জন্য। আমরা আশা করি, আপনাদের (বিএনপি) রাজনীতিও উন্নয়নের জন্য হবে। আমরা প্রতিপক্ষ, আমরা একে অপরের শত্রু নই। শত্রুতা করলে রাজনীতি দুর্বল হয়ে যাবে। অর্থনীতি দুর্বল হয়ে যাবে, উন্নয়ন ব্যাহত হবে, বাংলাদেশের ক্ষতি হবে, দেশের মানুষের ক্ষতি হবে।’
জাগীর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শামীম মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদের কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন।