ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, রাতেই ফিরছেন

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস পরবর্তী সময়ে স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে। তাঁর স্বাস্থ্যের উন্নতিতে চিকিৎসক সন্তোষ প্রকাশ করেছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে আজ বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজ সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আশানুরূপ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ডা. ফিলিপ জানান, তাঁর (কাদের) স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে। হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে যা অত্যন্ত ইতিবাচক বলে জানান চিকিৎসকদলের প্রধান।

আজ রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ওবায়দুল কাদের দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

বাইপাস সার্জারি পরবর্তী সময়ের ফলো-আপ চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ওবায়দুল কাদের সিঙ্গাপুরে যান।

২০১৯ সালের ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।