ওসির ফোন নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নাম্বার ক্লোন করে পৌর নির্বাচনে বিজয়ী করার কথা বলে দুই মেয়র পদপ্রার্থীর কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরের এ ঘটনায় ওসি নাসির উদ্দিন মৃধা কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি কালকিনি পৌরসভা নির্বাচন হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বিএম হানিফ ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজের কাছে ওসির নম্বর থেকে পৃথক পৃথক কল আসে। নির্বাচনে বিজয়ী করে দেওয়ার কথা বলে তাদের যোগাযোগ করতে বলা হয়। বিষয়টি বুঝতে পেরে আওয়ামী লীগের প্রার্থী ওসির ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করে নিশ্চিত হন মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজকে ফোন করে একই কথা বলা হয়। অপরপ্রান্তের কণ্ঠস্বর শুনে সন্দেহ হলে তাকে সামনাসামনি কথা বলতে অনুরোধ জানালে, তিনি কল কেটে দেন। এ বিষয়ে একটি জিডি করা হয়েছে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি নাসির উদ্দিন মৃধা।
কালকিনি পৌরসভার ভোটগ্রহণের আগ মুহূর্তে ওসির মোবাইল নম্বর ক্লোন হওয়াকে অশুভ সংকেত বলে মনে করছে সুধী সমাজ।
এ বিষয়ে কথা হলে মানবাধিকারকর্মী তালুকদার শহীদুল করী বলেন, কালকিনি পৌর নির্বাচনে একের পর এক ঘটনা ঘটছে। ওসির নম্বর ক্লোন হওয়া অশুভ সংকেত বলে মনে করি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকা দরকার। আর আমাদের সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য কাজ করা দরকার।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এস এম হানিফ বলেন, ‘দুপুরে ওসির নম্বর থেকে আমার মোবাইলে একটি কল আসে। কল করে বলা হয়, নির্বাচনে আপনার পক্ষে কাজ করব। তার জন্য আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেন। বিষয়টি সন্দেহ হলে আমি ওসির ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করে এ বিষয়ে নিশ্চিত হই। পরে আরেকটি কল আসে ইন্টারন্যাশনাল কোড নম্বর থেকে। আমি তাকে সামনাসামনি আসতে বলেছি।’
স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ বলেন, ‘আমার কাছে কল আসে। কল করে আমাকে বলে, আপনি কি মেয়র হতে চান? তখন আমি বলি, আল্লার হুকুম থাকলে আমি এমনিতেই মেয়র হব। পরে বলে, আপনাকে পাঁচ হাজার ভোট বেশি পাইয়ে দেব। আমি বলছি, ১০ হাজারও তো আমি এমনি বেশি পেতে পারি। ওই লোকের কণ্ঠস্বর শুনে বুঝতে পারি কিছু একটা হয়েছে। তার পরে আমি তাকে বলি, আপনার প্রয়োজন হলে সামনাসামনি এসে কথা বলেন।’
ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, ‘আমার মোবাইল নম্বর থেকে দুই মেয়র পদপ্রার্থীর কাছে কল করা হয়েছে বলে দুজনেই আমাকে জানিয়েছেন। অন্য কোনো প্রার্থীর কাছ থেকে এমন অভিযোগ পাইনি। তাই আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ‘কালকিনি থানার ওসি তাঁর নম্বর ক্লোন হওয়ার বিষয়ে আমাদের জানিয়েছেন। তিনি থানায় জিডিও করেছে। আমরা চেষ্টা করছি তদন্ত করে অপরাধীদের বের করতে।’