ককটেল ও দেশীয় অস্ত্র রাখায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
মাদারীপুরে গ্রেপ্তারকৃত পাঁচখোলা ইউপি চেয়ারম্যান আক্তার হাওলাদার এবং অন্য একটি মামলার আসামি তাঁর ভাই বখতিয়ার হাওলাদার। ছবি : এনটিভি

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হাওলাদার (৪১) ও তাঁর ভাই বখতিয়ার হাওলাদারকে (৩৩) ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গতকাল বুধবার দিনগত রাত ৩টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ করে র‍্যাব।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার ইফতে খায়রুজ্জামান জানান, চেয়ারম্যান আক্তার হাওলাদারের ভাই বখতিয়ার হাওলাদার একটি মামলার আসামি। তাই তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে চেয়ারম্যানের বাসা থেকে ককটেল ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় বখতিয়ার হাওলাদারকে গ্রেপ্তারের এবং চেয়ারম্যান আক্তার হাওলাদের আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মামলার করে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।