কক্সবাজারের তিন সংসদ সদস্য করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
কক্সবাজারে তিনজন সংসদ সদস্য জাফর আলম (বাঁয়ে), আশেক উল্লাহ রফিক ও শাহীন আক্তার চৌধুরী । ছবি : সংগৃহীত

কক্সবাজারে তিনজন সংসদ সদস্য মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিও করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত সংসদ সদস্যরা হলেন কক্সবাজার-১ আসনের (চকরিয়া-পেকুয়া) সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) আশেক উল্লাহ রফিক ও কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) শাহীন আক্তার চৌধুরী।

এ জেলায় ক্রমান্বয়ে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এখানে ৪০৩ জনের করোনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে ৫৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

কক্সবাজারের সিভিল সার্জন মাহবুবুর রহমান জানান, পর্যটন এলাকা কক্সবাজারে দ্রুতগতিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। করোনা ইউনিটের রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে।