কক্সবাজারে করোনায় রোহিঙ্গা বৃদ্ধার মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭

Looks like you've blocked notifications!
কক্সবাজার মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্পে আরো একজন রোহিঙ্গা নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ৬০ বছর বয়সী ওই নারী উখিয়া হাকিমপাড়া ক্যাম্পের বাসিন্দা। এ নিয়ে শরণার্থী ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় ১৫০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কক্সবাজারেরই ১১৭ জন।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু মোহাম্মদ তোহা বলেন, 'করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধা গত বৃহস্পতিবার রাতে স্থানীয় এমএসএফ হাসপাতালে ভর্তি হন। রাতেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।'

আজ শনিবার সকালে রোহিঙ্গা নারীর করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু মোহাম্মদ তোহা।                                                           

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা. অনুপম বড়ুয়া কক্সবাজারের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে বলেন, ‌'গতকাল শুক্রবার কক্সবাজারে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত হয়েছে। এদিন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১৫০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪৪ জনই নতুন রোগী। ছয়জন রয়েছে ফলোআপ রোগী। পজিটিভ হওয়া রোগীদের মধ্যে বান্দরবান জেলার ২৪ জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তিনজন রোগী রয়েছে। কক্সবাজার জেলার রোগী শনাক্ত হয়েছে ১১৭ জন। এর মধ্যে ৭২ জনই কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত এবং সদর উপজেলায়ও রেকর্ড সংখ্যক পজিটিভ হওয়া রোগী।'

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, 'জেলায় এ পর্যন্ত এক হাজার ৯৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫০৪ জন। মারা গেছে ২৯ জন। শরণার্থী ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ রোহিঙ্গা। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে অর্ধেকেরও বেশি কক্সবাজার শহরের বাসিন্দা।'