কক্সবাজারে ৭১ জনের করোনা পজিটিভ

Looks like you've blocked notifications!
কক্সবাজার মেডিকেল কলেজ । ছবি : সংগৃহীত

কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। আজ শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন পজিটিভ হওয়া রোগী ৭১ জন।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৫ জনের নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে নতুন রোগী ৭১ জন, ফলোআপ রোগী চারজন।

নতুন রোগীদের মধ্যে একজন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার, দুজন বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা, একজন রোহিঙ্গা, বাকি ৬৭ জন কক্সবাজার জেলার বাসিন্দা। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় রেকর্ড ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।