কক্সবাজার উপকূলে ট্রলারডুবি, ৩ জন নিখোঁজ

Looks like you've blocked notifications!
কক্সবাজারের সোনাদিয়া উপকূল। ছবি : সংগৃহীত

কক্সবাজার বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে। আজ রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে রাত ৯টা পর্যন্ত ভাসমান অবস্থায় নাজিরারটেক ও লাবণী পয়েন্ট থেকে ১২ মাঝি-মাল্লাকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছে, আজ সকালে এফবি মনোয়ারা নামের একটি ট্রলার কক্সবাজারের নাজিরারটেক পয়েন্ট হয়ে সাগরে মাছ ধরতে যায়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সন্ধ্যায় সোনাদিয়া উপকূলে ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এ সময় সাঁতার কেটে ও ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ১২ জন মাঝি-মাল্লা বেঁচে যায়। তাদের মধ্যে তিনজন নিখোঁজ রয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, নিখোঁজ মাঝি-মাল্লাদের উদ্ধার তৎপরতা চলছে। জীবিত উদ্ধার হওয়া জেলেরা সুস্থ রয়েছে।