কঠিন কর্মসূচির ইঙ্গিত দিলেন বিএনপিনেতা খন্দকার মোশাররফ

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আজ শনিবার রাজধানীর কমলাপুরে সমাবেশে বক্তব্য দেন। ছবি : বিএনপির মিডিয়া সেল

সরকার হটানোর আন্দোলনে সামনে কঠিন কর্মসূচির ইঙ্গিত দিয়ে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শনিবার (২০ মে) বিকেলে রাজধানীর কমলাপুরে পীরজঙ্গি মাজার সড়কে এক সমাবেশে এই আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ড. মোশাররফ বলেন, ‘সামনে বৃহত্তর আন্দোলনে সকলকে আরও দ্বিগুন শক্তিতে আগামী দিনে আমাদের যে কঠিন কর্মসূচি আসবে, সেই কর্মসূচি বাস্তবায়ন করে এই স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করতে হবে। সেই লক্ষ্যে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

আইনশৃঙ্খরাবাহিনীর উদ্দেশ্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। এদেশের মানুষের খেটে খাওয়া অর্জনের টাকায় আপনারা বেতন পান। আপনারা এদেশের মানুষের সেবক হওয়ার কথা, কিন্তু আজকে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশের মানুষের ওপরে আপনারা গুলি চালাচ্ছেন। আমি বলতে চাই, এই প্রশাসনকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আপনারা এই পর্যন্ত যা করেছেন জনগণের বিপক্ষে কাজ করেছেন। আপনাদের কাছে উদাহরণ আছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য অবৈধভাবে অন্যায়ভাবে র‌্যাবের ওপর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ শুনে র‌্যাব যে অন্যায় করেছে, আজকে আমেরিকা থেকে তাদের বিরুদ্ধে স্যানশন এসেছে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আর এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের অন্যায় হুকুম আপনারা মানবেন না। আপনারা জনগনের পাশে থাকুন।’

মোশাররফ আরও বলেন, ‘আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে আপনাদের নাকি অসুবিধা হবে। আমরা বলছি, এখন আপনারা সংশোধন হোন। এখন থেকে আপনারা যারা জনগণের পক্ষে থাকবেন। ভবিষ্যতে যে সরকার আসবে, আপনাদেরকে ক্ষমা করে দেবে।’