কনকনে শীতেও পাটকল শ্রমিকদের আমরণ অনশন
নরসিংদীতে মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া অনশন এখনো চলছে। ১১ দফা দাবি আদায়ে রাতে কনকনে শীত উপেক্ষা করেও শ্রমিকরা মিল গেইটের সামনে অবস্থান করছেন। শ্রমিকরা রাতভর কাথা বালিশ নিয়ে মিল গেইটের সামনে অবস্থান করেছেন। দাবি আদায় না হলে তারা ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন।
বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলসের শ্রমিকরা মিল গেইটের সামনে এ কর্মসূচি পালন করছেন। পাটকলগুলোতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। এর মধ্যে কর্মসূচি উপলক্ষে কয়েকশ শ্রমিক এই অনশন কর্মসূচিতে অংশ নেন।
অনশন কর্মসূচিতে ইউএমসি জুট মিলসের সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, নন-সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাইয়ুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, এবারের আন্দোলন একমুঠো ভাতের জন্য আন্দোলন। এবারের আন্দোলন পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকার আন্দোলন। গত মাসের ২৩ তারিখ থেকে বকেয়া মজুরি কমিশন, পিএফের টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ ১১ দফা দাবি জানিয়ে আসছে শ্রমিকরা। দীর্ঘদিন আন্দোলন চললেও এ পর্যন্ত শ্রমিকদের দাবি পূরণ হয়নি।
আমরণ অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা আরো বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবি, যা সরকার মানছে না। ন্যায্যদাবি আদায়ের জন্য আমরণ অনশনে মিলের সব শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান শ্রমিকরা।