করোনার উপসর্গ নিয়ে চরফ্যাশনে নারীর মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/26/vola_corona.jpg)
ভোলার চরফ্যাশন উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। নিয়ম মেনেই তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
আজ রোববার সকালে জেলার চরফ্যাশন উপজেলায় নিজ বাড়িতে মারা যান ওই নারী। এর আগে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে করোনার সব ধরনের উপসর্গ ছিল তাঁর। তিনি পাঁচদিন আগে চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাশন আসেন।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, সব ধরনের নিয়ম মেনেই তাঁর লাশ দাফন করা হবে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।