করোনায় আক্রান্ত হয়ে পোশাক কারখানার চেয়ারম্যানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রিন্স গার্মেন্টেস (প্রা.) নামে একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে তিনি মারা যান।
এ বিষয়ে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. তাসলিম আক্তার নামের ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া মৃত ব্যক্তির জানাজা সরকারি ব্যবস্থায় সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে, বিজিএমইএ তৈরি পোশাক কারখানার চেয়ারম্যান মো. তাসলিম আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি সবাইকে তাঁর জন্য দোয়া করতে অনুরোধ জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে একজনের মৃত্যু এবং ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৩০ জনে। যার মধ্যে ঢাকা শহরে ১৯৬ জন আক্রান্ত হয়েছেন।