করোনাভাইরাসে আরো ৫ জন আক্রান্ত, সুস্থ হলেন ১১

Looks like you've blocked notifications!

দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পাঁচজনই পুরুষ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে। তবে ওই সময়ের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য দিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা ১২৬ জনের মধ্যে আমরা নতুন করে আরো পাঁচজনের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ পেয়েছি। এখন সর্বমোট রোগীর সংখ্যা ৪৪। নতুন পাঁচজনের সবাই পুরুষ।’

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ইতিমধ্যে আক্রান্ত এমন চারজনের মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রামণ আর নেই। তার মানে এখন পর্যন্ত ১১ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি রোগীরা হাসপাতালে এবং বাড়িতে চিকিৎসাধীন আছেন। যে পাঁচজন নতুন রোগী আমরা পেয়েছি তাদের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন। তিনজনের আগের চিহ্নিত রোগীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস রয়েছে। একজন কার কাছ থেকে আক্রান্ত হয়েছে সেই তথ্য আমরা জানতে পারিনি। সেজন্য এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

মীরজাদী সেব্রিনা আরো বলেন, ‘নতুন আক্রান্ত দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুজন। আর একজন আছেন ৬০ বছরের বেশি। এদের মধ্যে মৃদু লক্ষণ-উপসর্গ রয়েছে। তবে একজনের অন্য রোগ রয়েছে। বাকি সবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত আমাদের আইইডিসিআরের হট লাইনে কল এসেছে তিন হাজার ৩২১টি। যার সবই কোভিড-১৯ সংক্রান্ত। গত ২৪ ঘণ্টায় আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি  ১২৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২০টি।’

নমুনা সংগ্রহের ধরন বদলাচ্ছে আইইডিসিআর

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বর্তমানের  নমুনা সংগ্রহের পদ্ধতির কারণে অনেকের অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। কারণ, আগে হাসপাতাল নমুনা সংগ্রহ করত। সেই নমুনা আমরা হাসপাতালে গিয়ে নিয়ে আসতাম। আর এখন হাসপাতাল নমুনা সংগ্রহ করে আমাদের কাছে পাঠিয়ে দেবে। তারপর আইইডিসিআর বা অন্য যেখানে পরীক্ষা করা হবে সেখানে পাঠানো হবে। আমরা চেষ্টা করেছি যত দ্রুত আপনাদের আমরা সেবা দিতে পারি সেই চেষ্টা করছি। সুতরাং আপনি স্থানীয় হাসপাতালে গেলেও সেখান থেকে আপনার নমুনা পরীক্ষা করা হবে। যদিও সেটার জন্য আপনাকে আরো দু-একদিন সময় লাগবে। নমুনা সংগ্রহ করে এলকায় পরীক্ষা করা হবে। যেমন, চট্টগ্রাম কেন্দ্র থেকেই নমুনা সংগ্রহ করে সেখানেই পরীক্ষা করে হবে। এ ছাড়া ঢাকার যে কেন্দ্রগুলো আছে সেখান ঢাকা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। আর ঢাকার বাইরের কেন্দ্রগুলো এখনো চালু হয়নি।’