করোনাভাইরাস নিয়ে মানুষের আতঙ্ক কমে গেছে : স্বাস্থ্য অধিদপ্তর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/13/health_ministry.png)
করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক অনেক কমে গেছে, তাই নমুনা পরীক্ষা নিয়ে মানুষের আগ্রহ অনেকটা কম বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইন ব্রিফিং এই মন্তব্য করেন।
নাসিমা সুলতানা বলেন, ‘বর্তমানে নমুনা সংগ্রহ ও পরীক্ষা আগের তুলনায় কিছুটা কম হচ্ছে। কারণ হিসেবে দেখা যাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী সুস্থতা ঘোষণা করার জন্য দ্বিতীয়বার পরীক্ষা করার দরকার হচ্ছে না। এ জন্য পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, ‘পরীক্ষার জন্য মন্ত্রণালয় থেকে একটি ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে কারণে পরীক্ষা কিছুটা কমে গেছে। এ ছাড়া আগে বুথে ১১টা থেকে ৩টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হতো। অনেক সময় ৩টার পরও অনেকে লাইনে দাঁড়িয়ে থেকে নমুনা দিয়েছেন। কিন্তু এখন ১টার পর নমুনা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। বুথগুলো শূন্য হয়ে যায়।’
এদিকে আজ দেশে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৩৯১ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।