করোনাভাইরাস : ৪ জুলাই সকাল থেকে লকডাউনে ওয়ারী

Looks like you've blocked notifications!

রাজধানীর ওয়ারী এলাকা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।

আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লকডাউনবিষয়ক কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৪ জুলাই (শনিবার) সকাল ৬টা থেকে এ লকডাউন কার্যকর শুরু হবে। লকডাউন চলবে ২১ দিন। শেষ হবে ২৫ জুলাই।

নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আগামী ৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত এই ২১ ‍দিনের লকডাউন বাস্তবায়ন করা হবে। সেখানে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে, নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হবে, আইসোলেশনের ব্যবস্থাও থাকবে।’

মেয়র আরো বলেন, ‘সার্বিকভাবে সবকিছুই বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ই-কমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে সরবরাহের ব্যবস্থা করা হবে।’

এর আগে ওয়ারী জোনকে লকডাউন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি চিঠি গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌঁছে। পরে গতকাল সোমবার ওই চিঠিটি কিছু সুপারিশসহ লকডাউন বাস্তবায়নে দক্ষিণ সিটি করপোরেশনে পাঠায়। এটি বাস্তবায়নে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (নগর উন্নয়ন-২ অধিশাখা) সায়লা ফারজানাকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে সায়লা ফারজানা গণমাধ্যমকে বলেন, ‘ওয়ারী বড় এলাকা হওয়ায় একসঙ্গে লকডাউন করা যাবে না। ছোট ছোট জোনে ভাগ করা হবে। জোনভিত্তিক ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলো ছোট ছোট জোন লকডাউনে সহায়তা করবে। সংশ্লিষ্ট এলাকার নাগরিকদেরকে প্রয়োজনীয় সুবিধা তারা নিশ্চিত করবে।’

এর আগে রেড জোন ঘোষণা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে থাকা রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা গত ৯ জুন থেকে লকডাউন করা হয়েছিল।