করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে আসা ব্যক্তির মৃত্যু
দিনাজপুরের বিরামপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে আসা আজিজার রহমান (৩৫) আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। আজিজার রহমানের বাড়ি বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের শৈলান গ্রামে।
কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, আজিজার রহমান সাইকেল মেরামতকারী ছিলেন। ১০ থেকে ১২ দিন জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হন। এসব উপসর্গ নিয়ে গতকাল সোমবার আজিজার রহমান দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসকরা আজিজার রহমানকে ভর্তি করে নেন। হাতপাতাল থেকে সোমবার রাতে পালিয়ে আসেন তিনি। আজ মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়িতে আজিজার রহমান মারা যান।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, আজিজার রহমানের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।