করোনার কারণে হোসেনপুরে অষ্টমী স্নান ও মেলা হয়নি

Looks like you've blocked notifications!
অষ্টমীর স্নানে এসে পুরোহিতের কাছে ধর্মীয় ক্রিয়া সারছেন পুণ্যার্থীরা। ফাইল ছবি : এনটিভি

কিশোরগঞ্জের হোসেনপুরে বহু বছর ধরে ব্রহ্মপুত্র নদে দেশের অন্যতম বৃহত্তম সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব ও নদের তীরে মেলা অনুষ্ঠিত হয়ে এলেও এ বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে অনুষ্ঠিত হয়নি। গতকাল বুধবার এই স্নান ও মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন জানান, বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব রকম সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাগমে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

হোসেনপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সরকার বলেন, আদিকাল থেকে এই পুণ্যস্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর লাখ লাখ পুণ্যার্থী স্নানে অংশগ্রহণ করে থাকেন। সেইসঙ্গে জমজমাট মেলার কারণে উৎসবমুখর অবস্থা বিরাজ করে। এ বছর পরিস্থিতি বিবেচনায় সরকারি সিদ্ধান্ত মেনে বিকল্প হিসেবে অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় ব্রহ্মমুহূর্তে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে করোনাভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য প্রার্থনা করেছে।