করোনার টিকা নিয়েছেন এনটিভি পরিবারের সদস্যরা

Looks like you've blocked notifications!
এনটিভি পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নেন। ছবি : এনটিভি

করোনার টিকা নিয়েছেন এনটিভি পরিবারের সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এনটিভির বিভিন্ন বিভাগের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ টিকা গ্রহণ করেন।

যেকোনো দুর্যোগ তো বটেই; বিশ্ব মহামারি করোনাভাইরাসের ভয়াবহতাও থামাতে পারেনি এনটিভির পথচলা। দর্শক-শুভানুধ্যায়ীদের তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ করতে অবিরাম পরিশ্রম করে চলা এনটিভির কর্মী বাহিনী আজ বৃহস্পতিবার নিয়েছেন করোনা টিকার প্রথম ডোজ। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এনটিভির ফ্রন্টলাইনারদের জন্য টিকার ব্যবস্থা করে স্বাস্থ্য অধিদপ্তর।

এনটিভির বার্তা, বিপণন, মানবসম্পদ ও প্রশাসন, অনুষ্ঠান বিভাগের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা মিলে দুই শতাধিক সদস্য নিবন্ধন করেছেন। প্রথম ধাপে বৃহস্পতিবার ৬০ জনের মতো সদস্য টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

সার্বিক ব্যবস্থাপনা ও টিকাদান কর্মীদের সেবার উচ্ছ্বাস ও সন্তুষ্টি প্রকাশ করেন সবাই।

টিকা গ্রহণের পর নিজের অভিজ্ঞতা জানানোর পাশাপাশি এনটিভি কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান এনটিভি পরিবারের সদস্যরা।

প্রথম ডোজ টিকা গ্রহণের আট সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে হবে। একই স্থানে এনটিভি পরিবারের সদস্যরা এ টিকা গ্রহণ করবেন।