করোনায় আক্রান্ত ডিআইজি হাবিব

Looks like you've blocked notifications!
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। ফাইল ছবি

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার দুপুরে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের এসপি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. এমদাদুল হক।

ড. মো. এমদাদুল হক বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে হাবিবুর রহমান গতকাল আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন ভালো আছেন। তাঁর শারীরিক অবস্থাও ভালো আছে।’

করোনার শুরু থেকে এখন পর্যন্ত ৮৭ জন পুলিশ কর্মকর্তা ভাইরাসটিতে মারা গেছেন। সারা দেশে আক্রান্ত হয়েছে ২০ হাজারের অধিক সদস্য।

হাবিবুর রহমান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (প্রশাসন-ডিসিপ্লিন) হিসেবে দায়িত্বরত ছিলেন। বাংলাদেশ পুলিশের বেশকিছু গুরুত্বপূর্ণ পদে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পদোন্নতিক্রমে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন) হিসেবে দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান।