করোনায় আক্রান্ত নারীর অবস্থান, চট্টগ্রামে ২ বাড়ি লকডাউন

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর অবস্থানের কারণে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকা ও বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার দুটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

সিভিল সার্জন  জানান, কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন এক নারী কিছুদিন আগে চট্টগ্রাম শহরে এসে তাঁর দুই ছেলের বাড়িতে অবস্থান করেছেন, এমন খবরের ভিত্তিতে বাড়ি দুটি লকডাউন করা হয়েছে।

জানা যায়, গত ১৩ মার্চ কক্সবাজারের চকরিয়ার ৭৫ বছর বয়সী এক নারী সৌদি আরব থেকে ওমরাহ শেষ করে দেশে ফেরেন। এরপর তিনি চট্টগ্রাম শহরের চান্দগাঁও আবাসিকে ছেলের বাসায় ওঠেন। পরে কালামিয়া বাজার এলাকায় অবস্থিত অপর ছেলের বাসায়ও যাতায়াত করেন তিনি।

করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় তাঁর ফলাফল পজিটিভ ধরা পড়ার পর তিনি এখন কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।