করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ২৭৮

Looks like you've blocked notifications!
করোনার নমুনা পরীক্ষা । ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি বলছে, নতুন দুজনসহ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০০ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭০৩ জন পুরুষ এবং ১০ হাজার ৫৯৭ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ছয় হাজার ৬৪৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭৪১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৪০৪টি নমুনা সংগ্রহ এবং পাঁচ হাজার ৪০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।