করোনায় কিশোরগঞ্জের বড়িবাড়ি ইউপি চেয়ারম্যানের মৃত্যু

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রউফ ভূঁইয়া (৭৩) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার তেজগাঁওয়ের ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরহুমের বড়ভাই আইনজীবী আব্দুল মালেক ভুঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার বাদ জোহর জেলা শহরের শহীদী মসজিদে জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাত গোরস্থানে দাফন করা হয়।

মরহুমের বড় ছেলে বড়িবাড়ি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোশারফ হোসেন ভুঁইয়া বিকেলে জানান, তাঁর বাবার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ১৮ জুলাই তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষার পর গত রোববার তাঁর কোভিড-১৯ পজিটিভ আসে। পরে অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার সকালে তাঁকে ঢাকায় নিয়ে তেজগাঁওয়ের ইম্পালস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানে তিনি গতকাল রাতে মারা যান।