করোনায় কুষ্টিয়া মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

Looks like you've blocked notifications!
করোনায় মৃত কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমী। ছবি : সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমী (৪৭) মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১ জুলাই করোনা উপসর্গ দেখা দিলে ডা. এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমী কুষ্টিয়া পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করান। ৩ জুলাই তাঁর করোনা পজিটিভ আসে। এর পর ওই দিন রাতেই তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। দীর্ঘ দুই সপ্তাহ সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মারা যান তিনি।

ডা. এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমী মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাসিন্দা।