করোনায় খুলনার সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যু
করোনা কেড়ে নিল খুলনার আরও এক সাংবাদিকের প্রাণ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান মোস্তফা কামাল (৫৪) মৃত্যুবরণ করেন।
দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার নুর ইসলাম রকি এ খবর নিশ্চিত করেছেন।
নুর ইসলাম রকি জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে খালিশপুরের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন মোস্তফা কামাল। পরে অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থার রাত ২টায় তাঁর মৃত্যূ হয়। মৃত্যুকালে মোস্তফা তিন সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোস্তফা কামালের করোনা পজিটিভ হওয়ার কিছুদিন পর নেগেটিভ হয়েছিল। কিন্তু পরে অবস্থার উন্নতি না হলে নতুন করে পরীক্ষায় আবারও করোনা পজিটিভ হয়।
মোস্তফা কামাল ২০১৬ সালের ১ জুন দৈনিক যুগান্তরে যোগদান করেন। তার আগে তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহতে কর্মরত ছিলেন।
মোস্তাফা কামালের অকাল মৃত্যুতে খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, এনটিভির সিনিয়র করেসপনডেন্ট মুহাম্মদ আবু তৈয়ব শোক জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত বছর খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না করোনা পজিটিভ নিয়ে মৃত্যুবরণ করেন।