করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৭৭১ জনে। মোট শনাক্ত ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন। গতকালের তুলনায় করোনায় আজ শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭১টি ল্যাবে ৩৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৩৩ হাজার ৮৯৬টি।
মৃতদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ১২ জন। এদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।
একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল একজন ও সিলেট বিভাগে দুইজন। এদের মধ্যে ২৩ জন সরকারি হাসপাতালে ও চারজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার করোনায় মারা গিয়েছিল ৪১ জন এবং শনাক্ত হয়েছিল ৭ হাজার ২৬৪ জন। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।