করোনায় চাকরিচ্যুতদের আর্থিক সহায়তা দিল তাসাউফ ফাউন্ডেশন
কোভিড-১৯ মহামারির কারণে চাকরিচ্যুত ও কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। এবার তাদের আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে তাসাউফ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এ সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে গতকাল শনিবার বিকেলে দ্বিতীয়বারের মতো ৫০ জন চাকরিচ্যুত মানুষের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়। মহাখালীর নিউ ডিওএইচএসে সংগঠনটির কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৯ আগস্ট তাসাউফ ফাউন্ডেশন ‘পাশেই আছি’ কর্মসূচির মাধ্যমে প্রথম দফায় চাকরিচ্যুত মানুষের মধ্যে আর্থিক সহায়তা দেয়। এ কর্মসূচি আরো অন্তত তিন মাস চলমান রাখার এবং বৃহত্তর পরিসরে পরিচালনার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করা হচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে।
তাসাউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হুসাইন বলেন, ‘কোভিড-১৯ মহামারি কেড়ে নিচ্ছে হাজারো মানুষের প্রাণ। পাশাপাশি লাখো মানুষ হয়ে পড়ছে কর্মহীন। চাকরিচ্যুত অসহায় পরিবারের সন্তানেরা পড়ালেখার আলো থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি অপুষ্টিতে ভুগছে হাজারো শিশু-কিশোর।’ শাহাদাত হুসাইন তাঁর বক্তব্যে দেশের সম্পদশালী ব্যবসায়ী গোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান জানান।
শাহাদাত হুসাইন আরো বলেন, “তাসাউফ ফাউন্ডেশন বর্তমানে ‘মানবতার জন্য একাত্মতা’ শীর্ষক একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এ প্রকল্পের লক্ষ্য হচ্ছে, মানবকল্যাণের জন্য আত্মত্যাগী সব মানুষকে একত্র করা এবং সে লক্ষ্যে তাসাউফ ফাউন্ডেশন মাসিক এক হাজার টাকার সদস্যপদ উন্মুক্ত করেছে।
মানবকল্যাণে আত্মত্যাগী যেকোনো নাগরিক এই সদস্যপদ গ্রহণ করতে পারবেন বলে দেশ ও দেশের বাইরে থাকা সবাইকে আহ্বান জানান শাহাদাত।
‘পাশেই আছি’র দ্বিতীয় পর্বে অন্যদের মধ্যে সংগঠনের ভাইস চেয়ারপারসন সৈয়দা মাশুকা কামাল, সব পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসাউফ ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাওহীদা রশীদ।