করোনায় জাতীয় পার্টির নেতা খালেদের মৃত্যু
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব এবং জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার ভোর ৬টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় খালেদ আখতার মারা যান।
জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেজর অব খালেদ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় এক মাস ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।