করোনায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মায়ের মৃত্যু

Looks like you've blocked notifications!
বাবা-মায়ের সঙ্গে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের মা রোকেয়া বেগম (৭৪) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম জানান, গত ৯ আগস্ট জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিমের বাবা ও মা উভয়ের করোনা শনাক্ত হয়।

এদিকে ঠাকুরগাঁওয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ একদিনে নতুন করে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৫০ জনে।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলার সদরে একজন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স চালকসহ ২০ জন, বালিয়াডাঙ্গীতে স্বাস্থ্যকর্মীসহ আটজন এবং পীরগঞ্জে একজনসহ মোট ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ ছাড়া আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৪৮৯ জন এবং মারা গেছেন মোট ১৪ জন।