করোনায় নয়, মাদারীপুরের পুলিশ সদস্য মারা গেছেন অন্য রোগে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/09/police.jpg)
করোনাভাইরাসে (কোভিড-১৯) নয়, মাদারীপুরের পুলিশ সদস্য উচ্চমাত্রার ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআরের এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় নয়, মাদারীপুরের পুলিশ সদস্য উচ্চমাত্রার ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় মারা গেছেন। ওই সমস্যাগুলোর কারণে প্রথমে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে, তারপর ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এরপর অবস্থার অবনতি হলে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপরও করোনাভাইরাস সন্দেহ দূর করতে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এবং ওই রিপোর্টে নেগেটিভ ফলাফল পাওয়া যায়। অর্থাৎ তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পুলিশ সদস্যের মৃত্যু নিয়ে প্রথম আলো ‘কুর্মিটোলা হাসপাতালে ডায়াবেটিস-কিডনি জটিলতায় পুলিশ সদস্যের মৃত্যু’ শিরোনামে রিপোর্ট করলে অনেকের মনে সন্দেহ-সংশয়ের উদ্রেক হয়। যথাযথ প্রক্রিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উক্ত মৃত পুলিশ সদস্যের দাফন প্রক্রিয়া চলমান।’