করোনায় পাঁচজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১ জন

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই রোগে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হলো। এ দিকে নতুন করে ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ১৬৪ জন আক্রান্ত হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ, একজন নারী। এদের মধ্যে দুজন ঢাকার ও তিনজন ঢাকার বাইরের বাসিন্দা।

আইইডিসিআরের পরিচালক উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ২০ জনই ঢাকার বাসিন্দা। ১৫ জন নারাণগঞ্জের ও চট্টগ্রামে একজন রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।