করোনায় ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু। তিনি গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত রোববার বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে মির্জা মনিরুজ্জামান বাচ্চু ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। সেদিনই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। তিনি করোনা ছাড়াও ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
মির্জা মনিরুজ্জামান বাচ্চুর মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, উপদেষ্টা কাজী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।