করোনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ শনিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন যুগ্ম সচিব খুরশীদ আলমের ইন্তেকালের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
খুরশীদ আলম করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই ছিলেন। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তির পর গতকাল রাতে তিনি মারা যান। আজ বাদ জোহর বাসাবো ঝিলপাড় জামে মসজিদ প্রঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং শাহাজানপুর কবরস্থানে দাফন করা হবে।
যুগ্ম সচিব খুরশীদ আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এক শোকবার্তায় তিনি মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজনসহ সবাইকে গভীর সমবেদনা জানান।
খুরশীদ আলমসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রশাসনের ১২ জন কর্মকর্তার মৃত্যু হলো। সর্বশেষ গত ২৯ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।