করোনায় মারা গেলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল্লাহ এম হাসান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জ্যেষ্ঠ সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হাসান।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ মোহাম্মদ হাসান মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি গত ৪ জুলাই করোনার উপসর্গ নিয়ে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন।
এরপর পরীক্ষায় করোনা পজিটিভ আসলে আবদুল্লাহ মোহাম্মদ হাসানকে প্লাজমা দেওয়া হয়। পাশাপাশি তাঁর শরীরে বিভিন্ন জটিলতাও ছিল। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল্লাহ মোহাম্মদ হাসান ১৯৪৮ সালে রংপুর শহরে জন্মগ্রহণ করেন। প্রায় পঞ্চাশ বছরের সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ টাইমস, দি ডেইলি স্টার, দি ডেইলি সান, বাংলাদেশ টুডে, নিউ নেশন, দি টেলিগ্রাফসহ বিভিন্ন ইংরেজি সংবাদপত্রে কাজ করেন। বর্ষীয়ান সাংবাদিক মরহুম এবিএম মুসা ছিলেন তাঁর ভায়রা। প্রায় এক দশকেরও বেশি সময় তিনি দি ফিনান্সিয়াল এক্সপ্রেসে বার্তা সম্পাদক ছিলেন।
জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আবদুল্লাহ মোহাম্মদ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আবদুল্লাহ মোহাম্মদ হাসানের মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন মৃদুভাষী ও পেশার প্রতি অত্যন্ত নিষ্ঠাবান। মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তাঁরা।