করোনায় মারা গেলেন রাবির সাবেক অধ্যাপক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জয়নুল আবেদীন মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ৭টার দিকে মৃত্যু হয় তাঁর। পরে বিকেলে স্বাস্থ্যবিধি মেনে রায়েরবাজার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ড. জয়নুল আবেদীন কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে অবসরগ্রহণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইবিএসের পরিচালক অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘তিনি আমাদের ইনস্টিটিউটের সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। পরে বিকেলে সরকারি নির্দেশনা অনুযায়ী তাঁকে দাফন করা হয়।’ জ্যেষ্ঠ এই অধ্যাপকের মৃত্যুতে ইনস্টিটিউটের পক্ষ থেকে শোক প্রকাশ করেন পরিচালক অধ্যাপক জাকির হোসেন।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসরগ্রহণ করে অধ্যাপক জয়নুল আবেদীন ঢাকার মিরপুরে ছেলের বাড়িতে থাকতেন। কয়েকদিন আগে অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
কর্মজীবনে অধ্যাপক জয়নুল আবেদীন রাবির আইবিএসের পরিচালকের দায়িত্ব পালন করেন। শিক্ষকতার আগে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং কুমিল্লায় বার্ডে কর্মরত ছিলেন। তাঁর বিভিন্ন গবেষণা দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়াও তিনি গবেষণাধর্মী বেশ কয়েকটি বই লিখেছেন।