করোনায় মারা গেলেন সাংবাদিক সুকান্ত সেন
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলার নিজস্ব প্রতিনিধি সুকান্ত সেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া আজ দুপুরে এ খবর নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সুকান্ত সেন।
আরটিভির বার্তা সম্পাদক আক্তার হুসাইন বলেন, ‘গত ২০ নভেম্বর শ্বাসকষ্ট শুরু হলে ২১ নভেম্বর করোনার নমুনা পরীক্ষা করান সুকান্ত। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। পরে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।’
আক্তার হুসাইন আরো বলেন, ‘২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিনই তাঁকে ঢাকায় আনা হয়। এরপর ২৫ নভেম্বর তাঁকে ঢামেকের সিসিইউতে ভর্তি করা হয়।’
পরে গত ২৯ নভেম্বর শারীরিক অবস্থার আরো অবনতি হলে সুকান্ত সেনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর গত মঙ্গলবার দুপুরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
করোনার চিকিৎসা চলাকালে সুকান্ত সেনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এ কারণে তিনি সংজ্ঞাহীন ছিলেন। আজ ভোরে তিনি না ফেরার দেশে চলে গেছেন। তাঁর মৃত্যুতে আরটিভি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি সূত্রে জানা গেছে, সুকান্ত সেনের জন্ম ১৯৭৬ সালে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাবার নাম সুশান্ত কুমার সেন। মৃত্যুর পর হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ সিরাজগঞ্জে নেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে সব নিয়ম মেনে সিরাজগঞ্জের মহাশ্মশানে তাঁর মরদেহ সৎকার করা হবে।