করোনায় মারা গেলেন সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক নয়া দিগন্তের সাবেক অতিরিক্ত বার্তা সম্পাদক ও অর্থনীতি প্রতিদিনের বার্তা সম্পাদক হুমায়ুন সাদেক চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর দীর্ঘদিনের সহকর্মী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর হুমায়ুন সাদেক চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, হুমায়ুন সাদেক চৌধুরী সাব-এডিটরদের সংগঠন ঢাকা সাব-এডিটর্স কাউন্সিলের দুইবার নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের দৈনিক নয়া বাংলা, ঢাকার দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ, পাক্ষিক পালাবদলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন।
হুমায়ুন সাদেক চৌধুরী ছিলেন একজন অজাতশত্রু ধরনের সংবাদকর্মী। তিনি জনপ্রিয় শিশু সাহিত্যিক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। দাফনের জন্য তাঁর মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে নিয়ে যাওয়া হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।