করোনায় মৃতদের প্রতি শোক-শ্রদ্ধা জাতীয় পরামর্শক কমিটির
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা। স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ অন্যান্য পেশার লোকজন প্রতিদিন প্রাণ হারাচ্ছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। এখন পর্যন্ত মোট এক হাজার ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।
বার্তায় মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি করোনায় আক্রান্ত হয়ে মৃত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য পেশাজীবী এবং ১৩শর অধিক মৃত দেশবাসীর প্রতি গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাচ্ছি।’
এদিকে, গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, 'নভেল করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৩৮৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হলো।'