করোনায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ (৪৯) মারা গেছেন। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর কবির জানান, আবু জাহেদকে গত ১১ জুলাই বিকেলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ময়মনসিংহে তাঁর নমুনা পরীক্ষা করা হলে পরপর দুবার করোনা নেগেটিভ আসে। কিন্তু পুলিশ হাসপাতালে নেওয়ার পর তাঁর সিটিস্ক্যান করা হলে করোনা পজিটিভ আসে।
বাংলাদেশ কারাপুলিশের এই সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করে জাহাঙ্গীর কবির বলেন, ‘শোকাহত তাঁর প্রিয় পরিবার-পরিজন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁদের ধৈর্য ধারণের তৌফিক দান করুক।’