করোনায় যশোরের শার্শায় চিকিৎসকের মৃত্যু

Looks like you've blocked notifications!
যশোরের শার্শায় করোনায় মৃত চিকিৎসক মতিয়ার রহমান। ছবি : সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মো. মতিয়ার রহমান নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

চিকিৎসক মতিয়ার রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বাগআঁচড়া উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ বলেন, ‘গত ২০ আগস্ট চিকিৎসক মতিয়ারের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগের পরামর্শে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। পরে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়।’

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, ‘আজ সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ডা. মতিয়ার রহমানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’