করোনা জয় করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

Looks like you've blocked notifications!
করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ফেরা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৭ দিন ভর্তি থাকার পর সুস্থ হয়ে আজ বুধবার বিকেলে মিন্টুরোডের সরকারি বাসভবনে ফেরেন তিনি। পার্বত্য মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ৬ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। কক্সবাজারের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর পরদিনই উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহযোগীতায় বান্দরবান থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাঁকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।

মন্ত্রীর বড় ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রবিন বাহাদুর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘আপনাদের সবার দোয়া, আশীর্বাদে বাবার করোনা রিপোর্ট আজ নেগেটিভ এসেছে। আমাদের বীর পরিবার সব মানুষের কাছে কৃতজ্ঞ। কারণ, এই অসময়ে অনুধাবন করেছি, আপনাদের ভালোবাসা। বান্দরবান এবং বান্দরবানের বাইরের লাখ লাখ মানুষ মসজিদ, মন্দির, বিহার, প্যাগোডায় যেভাবে প্রার্থনা করেছেন এবং সবসময় খবর নিয়ে সাহস যুগিয়েছেন, তা সত্যিই ভাষায় প্রকাশ করার নয়। সবশেষে বলব, আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋণী। ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।’