করোনা : ঢাকায় আসছে চীনের চিকিৎসক দল

Looks like you've blocked notifications!

চীন থেকে আগামী সোমবার একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবে ঢাকায়। করোনাভাইরাসের (কোভিড-১০) সার্বিক পরিস্থিতি দেখতে চীন থেকে দলটি আসবে। দলটির সদস্যরা করোনা রোধে নিজ দেশে শুরু থেকে কাজ করেছেন। ২২ জুন বাংলাদেশ সফর শেষে চীনে ফিরে যাওয়ার আগে বাংলাদেশকে দিয়ে যাবেন করোনা মোকাবিলার পরামর্শ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘চীন থেকে আগামী ৮ জুন একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসবে। তারা এসে স্বাস্থ্য মন্ত্রণালয়, করোনারোধে কাজ করছে এমন সব প্রতিষ্ঠান, কমিটি বা সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। তাঁরা তাঁদের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন। বাংলাদেশে কোথাও কোনো সমস্যা আছে কি না সেগুলো দেখবেন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাবে দলটি।’

আইইডিসিআর পরিচালক বলছিলেন, ‘বিশেষজ্ঞ দলটি দেশের বিভিন্ন হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টারসহ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন। সবার সঙ্গে তাঁদের মতামত ভাগাভাগি করবেন। সেখানেও পরামর্শ দিবেন। সব মিলিয়ে তাঁরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে মতামত বা পরামর্শ দিয়ে যাবেন।’

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘তবে চীন থেকে কতজনের বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে তা এখনো বোধহয় ঠিক হয়নি। তবে তাঁরা আসবেন। তাঁরা নিশ্চয় ভালো পরামর্শ দিবেন আমাদেরকে। যা আমাদের কাজে লাগতে পারে। এই ব্যাপারে আরো বিস্তারিত পরে জানানো যাবে।’