করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে প্রকৌশলী আটক

Looks like you've blocked notifications!
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আবু বক্কর মো. রেজা নামের এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আবু বক্কর মো. রেজা (৩৩) নামের এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। তিনি সাতকানিয়া পৌরসভার অধীনে বিদ্যুৎ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌর সদর গোমদণ্ডী এলাকা থেকে রেজাকে আটক করা হয়।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ হয়েছে উল্লেখ করে গতকাল শুক্রবার ফেসবুকে স্ট্যাটাস দেন আবু বক্কর রেজা। কিন্তু নানাভাবে অনুসন্ধান চালিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীর কোনো অস্তিত্ব পায়নি পুলিশ। পরে ওই স্ট্যাটাস আবার মুছে ফেলেন আবু বক্কর রেজা। কিন্তু গুজব ছড়ানোর অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।

আবু বক্কর রেজার বিরুদ্ধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর রেজা জানিয়েছেন, লোকমুখে শুনে তিনি ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন।