করোনা পরীক্ষায় নমুনা দিলেন মির্জা ফখরুল
নভেল করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে শরীর খারাপের কথা জানিয়ে করোনা পরীক্ষার নমুনা দেওয়ার কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘শনিবার থেকে একটু অসুস্থ বোধ করায় আজ সকালে আমি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছি। তবে আমার শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। এমনকী আমার শরীরের তাপমাত্রাও স্বাভাবিক আছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শরীরে জ্বর বা অন্য কোনো সমস্য না থাকলেও মূলত স্বাস্থ্য নিরাপত্তার বিষয় চিন্তা করেই করোনা পরীক্ষা করিয়েছি। রিপোর্ট এখনও আসেনি। মাত্র সকালে নমুনা দিয়েছি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা জানেন আমাকে বিভিন্ন সভা সমাবেশে যেতে হয়। বিভিন্ন হাসপাতালে যেতে হয়, নানা রকম মানুষের সঙ্গে কথা বলতে হয়। সেজন্যই এই সতর্কতা।’
এর আগে গত বছরের ১৯ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্যালক করোনায় আক্রান্ত হওয়ার পর বিএনপি মহাসচিব ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। এ ছাড়া সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়ে সেখানেও ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন তিনি।
গত ১ মার্চ কুয়েত-মৈত্রী হাসপাতালে ভারতের সেরাম ইন্সিটিউটের তৈরি করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন তাঁর স্ত্রী রাহাত আরাও করোনার টিকার প্রথম ডোজ নেন।