করোনা ভাইরাস : কোনো সতর্কতা নেই মোংলা বন্দরে

Looks like you've blocked notifications!

করোনা ভাইরাস সংক্রমণের ফলে দেশে আতঙ্ক তৈরি হলেও মোংলা সমুদ্রবন্দরে এখন পর্যন্ত এর কোনো সতর্কতা জারি করা হয়নি।

আজ রোববার বিকেল ৪টায় বন্দর কর্তৃপক্ষের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, ‘স্বাস্থ্য বিভাগ থেকে কোনো নির্দেশনা না আসায় এখন পর্যন্ত এ বন্দরে কোনো সতর্কতা জারি করা হয়নি।’

এদিকে মোংলা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বন্দরে করোনাভাইরাসের বিষয়ে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বলেন, ‘মোংলা বন্দরে যেহেতু বেশিরভাগ জাহাজই আসে চায়না থেকে সুতরাং আমরা এর ঝুঁকিতে আছি। এই ভাইরাস একবার এ বন্দরে ঢুকে পড়লে তা শনাক্ত করার মতো কোনো ডিভাইসও নেই। তাই এখনই বন্দর কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

এ ব্যাপারে মোংলা বন্দর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ বলেন, ‘ভাইরাস সংক্রামণের আশঙ্কা ও প্রস্তুতির বিষয়টি আমি দেখি না। এটা বন্দর স্বাস্থ্য কর্মকর্তা দেখেন। আমি শুধু বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসার কাজে নিয়েজিত।’

বিষয়টি নিয়ে কথা বলার জন্য বন্দর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুফিয়া বেগমের মোবাইল ফোনে একাধিকাবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।