করোনা রোগী একাধিকবার যাওয়ায় বাজার লকডাউন
করোনাভাইরাসে আক্রান্ত রোগী একাধিকবার যাওয়ায় কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার তিন দিনের জন্য লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন বাজারটি লকডাউন ঘোষণা করেন।
গত সোমবার রাজগঞ্জ রাজবাড়ী কম্পাউন্ডের রৌশন ভিলায় বসবাস করা প্রবাসফেরত মনির হোসেনের করোনা পজিটিভ আসে। তাঁর আগে মনির হোসেন করোনা উপসর্গ নিয়ে একাধিকবার রাজগঞ্জ বাজারে যান। এ বিষয়টি প্রাধান্য দিয়ে রাজগঞ্জ বাজার লকডাউনের সিদ্ধান্ত নেয় কুমিল্লা জেলা প্রশাসন।
এদিকে, করোনা আক্রান্ত মনির হোসেন সম্ভাব্য যেসব দোকানে গিয়েছিলেন, মঙ্গলবার সব দোকানির নমুনা সংগ্রহ করা হয়।
ইউএনও জাকিয়া আফরিন বলেন, মঙ্গলবার থেকে আগামী তিন দিন বাজারটি বন্ধ থাকবে। আক্রান্ত রোগীর পরিবার যেসব দোকান থেকে কেনাকাটা করেছে, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, রাজগঞ্জ বাজার লকডাউনের দ্বিতীয় দিন আজ। লকডাউনের কারণে ভোরের জমজমাট রাজগঞ্জ সবজি বাজার এখন নীরব নিথর।