করোনা রোগী হাসপাতালে রাখা নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে সংঘর্ষ, আটক ২

Looks like you've blocked notifications!

সিলেট নগরীর নয়াসড়কে মাউন্ট এডোরা হাসপাতালে করোনায় আক্রান্ত বা করোনা উপসর্গ রয়েছে এমন রোগীদের রাখা নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে নয়াসড়কে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করে। তারা হলেন অদিত ইসলাম সালমান ও রাহাত। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র এনে পুলিশের কাছে দেন এলাকাবাসী। এর একটি ছিলো রিভলবার ও একটি দা।

পুলিশ জানায়, নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে কোনো করোনা রোগী না রাখতে স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এলাকাবাসী সিলেট সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একথা ছড়িয়ে পড়লে অদিত ইসলাম সালমান এর সঙ্গে দ্বিমত পোষণ করেন। দেশের এ দুর্যোগপূর্ণ সময়ে এলাকার এমন সিদ্ধান্ত সঠিক হয়নি, এরকম একটি স্ট্যাটাস তিনি তাঁর ফেসবুক আইডিতে দেন। শুক্রবার তিনি নয়াসড়ক এলাকায় গেলে তার পোস্ট নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছে।

তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রিভলবারসদৃশ অস্ত্রটি আসলে খেলনা পিস্তল বলে জানান তিনি।